১২১ টাকা প্রিমিয়ামে মেয়ের বিয়েতে মিলবে ২৭ লাখ টাকা

ইন্টারন্যাশনাল ডেস্ক: সন্তানের বিয়ের টাকা যোগাড় করতে সারাটা জীবনই কেটে যায় অনেক বাবা মার। মেয়ের বিয়ের ব্যাপারে অনেক বাবা-মাকে ভিক্ষাও করতে দেয়া যায়। তবে ভারতের লাইফ বীমা কোম্পানি এলআইসি নিয়ে এসেছে বিশেষ বিবাহ পলিসি। পলিসিটি থেকে মেয়ের বিয়ের জন্য ২৭ লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে। ভারতের সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনটিতে মেয়ের জন্মের শুরু থেকে নিশ্চিত ভবিষ্যত গড়তে বীমার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ এই পলিসির বিভিন্ন সুযোগ সু্বিধার মধ্যে রয়েছে- পলিসিটি থেকে ২৫ বছরে ২৭ লাখ টাকা পাওয়া যাবে। প্রিমিয়াম দিতে হবে ২২ বছর পর্যন্ত।আর মেয়ের বিয়ের সময় প্রয়োজনীয় টাকাও আসবে।

পলিসিটির প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে মাসিক নূন্যতম ৩ হাজার ৬০০ টাকা। সে হিসেবে দৈনিক প্রিমিয়াম পড়ে ১২১ টাকা। তবে এর চেয়ে কম বা বেশি প্রিমিয়াম কেউ দিতে চাইলে সে ব্যবস্থা এই পলিসিতে রয়েছে।

এই পলিসি করতে হলে গ্রাহকের বয়স হতে হবে ৩০ বছর আর মেয়ের বয়স হতে হবে ১ বছর। তবে কোনো গ্রাহকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারের সদস্যরা প্রতি বছরে এক লাখ টাকা করে বীমার টাকা পাবেন। এজন্য দিতে হবে না কোনো প্রিমিয়াম।