ঋণের লোভে বীমা করে প্রতারিত ৫, গ্রেপ্তার ১

ইন্টারন্যাশনাল ডেস্ক: জীবন বীমা করলেই মিলবে ঋণ। ভারতের কলকাতায় এমন প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলেছে বীমা কর্মীরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। তবে ওই চক্রের অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে নরেন্দ্রপুর থানা পুলিশ।

গ্রাহকদের অভিযোগ, ঋণের লোভ দেখিয়ে বীমা করানোর নামে দেড়লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি বেসরকারি বীমা সংস্থার এজেন্ট ও কর্মীরা ৷

তারা বলেন, গড়িয়ার শ্রীখণ্ডা পাঁচপোতা এলাকার বাসিন্দা রীতা সর্দার, পূর্ণিমা সর্দার, সুমনা পাইক, কৃষ্ণা হালদার এবং বৈশাখী সর্দারের কাছ থেকে দেড় লাখ টাকা নেয়া হয়েছে। টাকা নেয়ার সময় গ্রাহকদের বলা হয়, তারা এই জীবন বীমার পরিবর্তে তিন সপ্তাহের মধ্যে ১৫-২০ লাখ টাকা ঋণ পাবেন। তবে গ্রাহকরা কোনো বীমার কাগজপত্র হাতে পায়নি। পায়নি ঋণও।

নরেন্দ্রপুর থানা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চে ঘটনাটি ঘটে। সেদিন বীমা কোম্পানির দুজন এজেন্ট ঋণ দেবে বলে জানায়। এরপর কোম্পানির সিনিয়র ম্যানেজার দীপঙ্কর মাইতি সকলকে আশ্বস্ত করে বলেছেন, জীবন বীমা করালে ঋণ পেতে অসুবিধা হবে না। এর দু'দিন পর দীপঙ্কর নিজে গ্রাহকদের বাড়িতে গিয়ে ঋণের প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করান। পাঁচজন গ্রাহককে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নগদ দেড় লক্ষ টাকাও নিয়ে যায় তারা।

এরপর বাকি টাকা নেয়ার জন্য আকবর আলি মোল্লা নামে এক ব্যাক্তিকে নরেন্দ্রপুরে পাঠানো হয়। আকবরের কথায় সন্দেহ হওয়ায় তাকে আটকে রেখে বিষয়টি নরেন্দ্রপুর থানায় জানান প্রতারিত গ্রাহকরা। জিজ্ঞাসাবাদে অসংগতি পেয়ে পুলিশ আকবরকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঘটনায় পিছনে দীপঙ্কর-সহ বড় চক্র জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।