ভ্রমণকারীদের জন্য করোনা চিকিৎসা বীমা বাধ্যতামূলক করেছে সৌদি

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা চিকিৎসা বীমা থাকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

সম্প্রতি দেশটিতে প্রবেশের বিধিনিষেধ হালনাগাদ করে বলা হয়েছে, যাদের কোভিড-১৯ টেস্ট পজিটিভ কিন্তু হাসপাতালে থাকার প্রয়োজন নেই এমন ব্যক্তির ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার ভিত্তিতে ১০ থেকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

হালনাগাদ নির্দেশনা অনুসারে, সকল বিমান পরিবহন সংস্থাকে তাদের ওয়েবসাইটে এটা ঘোষণা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে যে, দেশটিতে পৌঁছার পর যাদের টেস্ট পজিটিভ হবে তাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ ছাড়াও দেশটিতে ভ্রমণকারী সবার কোভিড-১৯ চিকিৎসার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স কভারেজ থাকতে হবে।

তবে সৌদি আরবের বেসামরিক বিমান কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, সৌদি আরবের কূটনীতিক এবং তাদের পরিবারের সাথে থাকা গৃহকর্মীরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পাবে।

যাদের কূটনৈতিক ভিসা রয়েছে তাদের পরিবার এবং তাদের গৃহকর্মীদের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদিত বিধি অনুসারে তাদের বাসায় কোয়ারেন্টাইন প্রক্রিয়া মেনে চলতে হবে।

আইসোলেশনের নির্দেশাবলী বা কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীদের ২ লাখ রিয়াল জরিমানা গুণতে হবে অথবা সর্বোচ্চ দুই বছরের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে এবং পুনরায় লঙ্ঘনের ক্ষেত্রে এই দণ্ড দ্বিগুণ করা হবে। (সূত্র: গলফ নিউজ)