ওবামাকেয়ার বাতিল হলে স্বাস্থ্য বীমা হারাবে প্রায় সাড়ে ৩ কোটি মার্কিনি
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প-এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ওবামাকেয়ার বাতিল করার পরিকল্পনা বাস্তবায়িত হলে ৩ কোটি ২০ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্য বীমা হারাবে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাজেট দপ্তর (সিবিও) এক পূর্বাভাসে এ তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।
ওবামাকেয়ার বাতিল করা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের শীর্ষ নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম। এই স্বাস্থ্য আইনটিকে তারা স্বাস্থ্যসেবা পদ্ধতির মধ্যে একটি ‘ব্যয়বহুল অনধিকার প্রবেশ’ হিসেবে বিবেচনা করেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালে স্বাস্থ্যসেবার জন্য নতুন এই স্বাস্থ্য বীমা চালু করে। ইতোমধ্যে এই স্বাস্থ্যসেবা বিলটি বাতিলে দু'বার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন পেতে ব্যর্থ হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এই স্বাস্থ্য আইন বাতিলে আগামী সপ্তাহে ভোট গ্রহণের পরিকল্পনা করেছেন সিনেটের সদস্যরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্দলীয় যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাজেট দপ্তরের বিশ্লেষণ দেখিয়েছে ওবামাকেয়ার নামে পরিচিত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বাতিল করা হলে আগামী এক বছরের মধ্যেই স্বাস্থ্য বীমাহীন মার্কিনির সংখ্যা বৃদ্ধি পেয়ে এক কোটি ৭০ লাখে গিয়ে দাঁড়াবে।
একই সঙ্গে আগামী বছরের মধ্যে মেডিকেল ইন্স্যুরেন্স পলিসির ব্যয় ২৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০২৬ সালের মধ্যে ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। তবে এতে কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি ৪৭ হাজার ৩শ’ কোটি ডলার কমবে।
যুক্তরাষ্ট্র সিনেটের ১০০টি আসনের মধ্যে ৫২টি রিপাবলিকানদের দখলে, ৪৮টি ডেমোক্রেটদের। এই হিসেবে সিনেটের ভোটাভুটিতে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া অনুযায়ী ওবামাকেয়ার সহজেই বাতিল হওয়ার কথা। কিন্তু অন্তত তিনজন মধ্যপন্থি রিপাবালিকান সিনেটর নিজ দলের এ প্রচেষ্টায় বাধ সাধতে পারেন বলে ধারণা করা হচ্ছে।