মদ পান নিষিদ্ধ করল চীনের বীমা নিয়ন্ত্রক সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক: মদ পানে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) । এরফলে সিআইআরসি'র সমস্ত অফিস ও সহায়ক বিভাগে এখন থেকে কেউ মদ্যপ পানীয় ব্যবহার করতে পারবে না। সরকারের সংযম ও দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সংস্থাটি বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

সিআইআরসি'র বিজ্ঞপ্তি অনুযায়ী, মধ্যাহ্নভোজের সময় ও সকল সরকারি কাজের সময়সহ অফিস চলাকালে নিয়ন্ত্রক সংস্থা এবং তার সহায়ক সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারী অ্যালকোহল থেকে নিষিদ্ধ। এজেন্সি আয়োজিত অভ্যার্থনা ও ভোজসভায় মাদক পানীয় পরিবেশিত হবে না। এছাড়া উপহার হিসেবে এ ধরনের মদ্যপ পানীয় দেয়াও নিষিদ্ধ করা হয়েছে।

তবে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যেমন বিদেশি অতিথিদের অভ্যার্থনায় মদক পানীয় সরবরাহ করার জন্য অবশ্যই বিশেষ অনুমতি গ্রহণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চীনের আর্থিক প্রকাশনা কাইক্সিন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

কমিশনের সার্কুলারে বলা হয়েছে, কঠোরভাবে মাদক পানে নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে সিআইআরসি'র কর্মকর্তা-কর্মচারীদের ভালো ভাবমূর্তি প্রতিষ্ঠা হবে, যা তাদেরকে সভ্য, দক্ষ, সৎ এবং পরিশ্রমী করবে। এই শৃঙ্খলা মেনে চলায় নেতৃত্ব গ্রহণ করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিআইআরসি।

কোন কর্মকর্তা ও কর্মচারী এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। নতুন এই বিধি বাস্তবায়নে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়কদের দায়িত্ব নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন।