ফ্রান্সে 'অ্যাকটিভ সাইবার ইন্স্যুরেন্স' চালু

আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল ঝুঁকি প্রতিরোধে বিশেষায়িত ইন্স্যুরার 'কোয়ালিশন' ফ্রান্সে তাদের বহুল প্রতীক্ষিত 'অ্যাকটিভ সাইবার ইন্স্যুরেন্স' সেবা চালু করেছে। প্রতিষ্ঠানটির ইউরোপীয় সহযোগী সংস্থা কোয়ালিশন ইন্স্যুরেন্স সল্যুশনস জিএমবিএইচ এই উদ্যোগটি পরিচালনার কাজ করবে। দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে আন্ডাররাইটিং সক্ষমতা দিচ্ছে আলিয়াঞ্জ কর্মাশিয়াল (আলিয়াঞ্জ গ্লোবাল করপোরেট অ্যান্ড স্পেশাল্টি এসই-এজিসিএস)। এর ফলে ফ্রান্সের ব্যবসায়-প্রতিষ্ঠানগুলো প্রাইমারি পর্যায়ে সর্বোচ্চ €১ বিলিয়ন পর্যন্ত কভারেজ গ্রহণ করতে পারবে।

কোয়ালিশনের ইউরোপীয় বীমা প্রধান টিনে সিমনসেন বলেন, ‘অ্যাকটিভ ইন্স্যুরেন্স শুধু ক্ষতি পূরণের নিশ্চয়তা দেয় না; বরং সাইবার বিশেষজ্ঞতা, প্রযুক্তি ও এমনকি প্রতিরোধমূলক সেবা একত্র করে প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি চিহ্নিত করতে, প্রতিরক্ষা শক্তিশালী করতে এবং ভবিষ্যৎ হামলা রোধে প্রস্তুত করে।’ তিনি উল্লেখ করে আরও বলেন, ‘বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার হুমকির প্রেক্ষাপটে ফ্রান্সের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বিশেষভাবে এমন এক সমাধান প্রয়োজন করছে, যা আর্থিক ক্ষতি কমানোর পাশাপাশি আধুনিক সাইবার সুরক্ষা সরঞ্জামও সরবরাহ করবে।’

কোয়ালিশনের কোয়ালিশন কন্ট্রোল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের ঝুঁকি এক্সপোজার বিশ্লেষণ, দুর্বলতা শনাক্তকরণ ও সেই সঙ্গে আগাম হুমকির রিয়েল-টাইম অ্যালার্ট পাবেন। এর সঙ্গে থাকবে ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর), কর্মী সাইবার সচেতনতা প্রশিক্ষণ এবং ২৪/৭ ইনসিডেন্ট রেসপন্স টিমের সহায়তা। এছাড়া ব্রোকারদের জন্য অনলাইন ব্রোকার প্ল্যাটফর্ম-এ কয়েক মিনিটেই কোট পাওয়ার সুবিধা থাকছে, যা বাজারে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করবে।

বিশ্বব্যাপী সাইবার হামলা ও ডেটা লঙ্ঘনের ঝুঁকি ক্রমশই বাড়ছে। এ প্রেক্ষাপটে কোয়ালিশনের 'অ্যাকটিভ সাইবার ইন্স্যুরেন্স' ফ্রান্সের বাজারে প্রতিরোধ–কেন্দ্রিক বীমা সমাধানের নতুন মানদণ্ড স্থাপন করবে। এটি শুধু ক্ষতিপূরণ নয়; বরং ঝুঁকি আগাম চিহ্নিত ও প্রতিরোধের মাধ্যমে ব্যবসায়-প্রতিষ্ঠানগুলোর সাইবার স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে, যা বিশেষভাবে এসএমই খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। (সংবাদ সূত্র: রিইন্স্যুরেন্স নিউজ)