প্রডাক্ট ডিজাইনে অনিয়ম, ১৯ বীমা কোম্পানিকে সিআইআরসি'র তলব

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রডাক্ট ডিজাইন তথা নতুন পলিসি তৈরিতে অনিয়ম খুঁজে পাওয়ায় চীনের ১৯টি বীমা কোম্পানিকে তলব করেছে দেশটির বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা সিআইআরসি। আর্থিক ব্যবস্থায় ঝুঁকি কমাতে এবং নিয়ন্ত্রণের পরিবেশকে আরো কঠোর করতে সকল বীমা পলিসি যাচাই করে কর্তৃপক্ষ।

চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) জানিয়েছে, বাজারে প্রচলিত ৮ হাজার ৪৯৫টি প্রডাক্ট বা বীমা পলিসিতে তারা বিভিন্ন ধরণের অনিয়ম বা ত্রুটি খুঁজে পেয়েছে। উল্লেখযোগ্য ত্রুটির মধ্যে রয়েছে শর্তাদির বর্ণনায় অস্পষ্টতা ও অপূর্ণাঙ্গতা, অনুপযুক্ত বিভাজন এবং বীমা কোম্পানিগুলোর দায় কমানোর জন্য প্রদত্ত শর্তাদিতে অস্পষ্টতা।

সিআইআরসি আরো জানিয়েছে, বীমা পলিসি তৈরিতে যেসব ত্রুটি পাওয়া গেছে সেগুলো মূলত কোম্পানিগুলোর প্রডাক্ট ম্যানেজমেন্ট বা পণ্য ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলারই প্রতিফলন। সমস্যাগুলোর তালিকা প্রস্তুত করার পাশাপাশি এসব সমস্যা কমাতে বীমা কোম্পানিগুলেকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে গত ডিসেম্বরে সিআইআরসি জানিয়েছিল যে, সম্পদ দায় ব্যবস্থাপনায় যেসব কোম্পানির রেটিং নিম্ন থাকবে তাদের বীমা ব্যবসায় বিধি-নিষেধ আরোপ করা হবে। এ ছাড়াও বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং অসৎ উদ্দেশ্যে তহবিলের ব্যবহার ঠেকাতে কোম্পানিগুলোকে কমপ্লায়ান্স নিশ্চিতের নির্দেশও প্রদান করেছিল সিআইআরসি। (সূত্র: রয়টার্স)