এবার বীমা ব্যবসায় নামছে পেটিএম
ইন্টারন্যাশনাল ডেস্ক: এবার বীমা ব্যবসায় নামতে যাচ্ছে ভারতের অনলাইন পেমেন্ট কোম্পানি পেটিএম। লাইফ ও নন-লাইফ উভয় খাতেই ব্যবসা করতে চায় প্রতিষ্ঠানটি। দু'টি বীমা কোম্পানি খুলতে এরইমধ্যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)'র কাছে সনদের জন্য আবেদনও করেছে পেটিএম।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বীমা ব্যবসা করতে সম্প্রতি পৃথক দু'টি কোম্পানি প্রতিষ্ঠান করেছে পেটিএম। একটির নাম পেটিএম লাইফ ইন্স্যুরেন্স এবং আরেকটি পেটিএম জেনারেল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির নন-পেমেন্ট ব্যবসার অগ্রগতি তড়ান্বিত করতেই বীমা ব্যবসায় নামছে এ অনলাইন পেমেন্ট কোম্পানি।
তবে পেটিএম'র জন্য ভারতের এ বীমা বাজার সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আমাজন এবং ফ্লিপকার্ট এর মতো বিশাল ই-কমার্স প্রতিষ্ঠানও বীমা বাজারের একটা অংশ পাওয়ার জন্য লক্ষ্য স্থির করছে। বিষয়টি বিবেচনা করেই বিশ্লেষকরা এমনটি বলছেন।
জাপানের সফটব্যাংক সমর্থিত অনলাইন পেমেন্ট প্রতিষ্ঠান পেটিএম'র নিজস্ব বীমা পলিসি বিক্রির জন্য আরেক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নিজেদের পলিসির ঝুঁকি আন্ডাররাইট করতে পারবে ২০১০ সালের আগস্টে যাত্রা শুরু করা এ কোম্পানি।
পেটিএম প্রাথমিকভাবে নন-লাইফ বীমা ব্যবসার ওপর জোর দেবে বলে জানা যাচ্ছে। বীমাখাতের ওপর কোম্পানিটি আগ্রাসী ভূমিকা রাখতে তাদের ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের ওপর গুরুত্বারোপ করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।