ক্ষুদ্রবীমার ওপর জোর দিচ্ছে ফিলিপাইন
ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমাখাতের উন্নয়নে ক্ষুদ্রবীমার ওপর জোর দিচ্ছে ফিলিপাইন। এজন্য বীমা কোম্পানিগুলোকে ক্ষুদ্রবীমা পণ্য বিক্রিতে উৎসাহ যোগাচ্ছে দেশটির সরকার। একইসঙ্গে বীমাখাতের ডিজিটালাইজেশন বাড়ানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
বিগত কয়েক বছরে দেশটির বীমাখাতের উন্নয়নে প্রধান চালকের ভূমিকা রেখেছে ক্ষুদ্রবীমা। এমনটাই জানিয়েছেন ফিলিপাইনস ইন্স্যুরেন্স কমিশন (আইসি)'র প্রধান ডেনিস ফিউনা। তিনি বলেন, এজন্য ক্ষুদ্রবীমাকে আরো বেশি অঞ্চল এবং জনগোষ্ঠির মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে কমিশন।
মাইক্রো-প্রিনিড পণ্য যেমন- মৃত্যু পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আগে থেকেই তার খরচাদির যোগান দিতে 'প্রিনিড ফিউনারেল ইন্স্যুরেন্স' গ্রহণ করা। এমন ধরণের বীমা পণ্য বিক্রি বাড়ানোর জন্য কমিশন বিশেষভাবে লক্ষ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন ডেনিস ফিউনা।
জনগোষ্ঠির যেসব অংশ এখনো ব্যাংকিং সেবার আওতায় আসেনি এবং যারা এ সেবা গ্রহণ করছে তাদের মাঝে বীমা সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশজুড়ে প্রচারণা অভিযান শুরু করতে যাচ্ছে ইন্স্যুরেন্স কমিশন। এই বিশাল বাজারকে ক্ষু্দ্রবীমায় অন্তর্ভুক্ত করা এ প্রচারণার উদ্দেশ্য। (সূত্র: এআইএ)