স্পেশাল অডিটের বাইরে থাকছে বীমা কোম্পানির ৫ বছর
নিজস্ব প্রতিবেদক: অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন অবস্থায় বীমা কোম্পানিগুলোতে সর্বশেষ স্পেশাল অডিট হয় ২০০৭ সালে। এরপর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ২০১৬ সালে কোম্পানিগুলোতে স্পেশাল অডিটের উদ্যোগ নিলেও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি কোম্পানিগুলোতে আবারো স্পেশাল অডিট চালুর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
এরইমধ্যে ২০১৩, ১৪ ও ১৫ এই তিন বছরের বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে আইডিআরএ। তবে এক্ষেত্রে স্পেশাল অডিটের বাইরেই থেকে যাচ্ছে বীমা কোম্পানিগুলোর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৫ বছরের হিসাবপত্র।
এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস ইন্স্যুরেন্স নিউজ বিডিকে বলেন, আমরা ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত স্পেশাল অডিট কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছি। তবে এগুলো শেষ হলে পূর্বের পাঁচ বছরের অডিট কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আমাদের রয়েছে।
আইন অনুযায়ী, প্রতি বছর বীমা কোম্পানিতে স্পেশাল অডিটের নিয়ম থাকলেও থাকলেও তা হচ্ছে না। ধারাবাহিকতা না থাকায় সাম্প্রতিক সময়ের অডিট কার্যক্রম কতটুকু স্বচ্ছ হবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরাও।
জানা গেছে, কোম্পানগিুলোর ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের বিনিয়োগ, ঋণ, অগ্রিম, স্থায়ী সম্পদ ও অন্যান্য সম্পদ, গাড়ি, জমি ও বিল্ডিং, নগদ টাকা, ট্যাক্স ও ভ্যাট, চেয়ারম্যান ও পরিচালকরা কী পরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবধিা নিয়েছে, তার র্পযালোচনাসহ কোম্পানিগুলোর ওই তিন বছরের আয়, ব্যয় ও সম্পদের বিষয়গুলো খতিয়ে দেখবেন নিরীক্ষকরা।
বিশেষ নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত বীমা আইনের ২৯ ধারায় বলা হয়েছে, আইনের অন্য কোনো বিধানে যা কিছুই থাকুক না কেনো র্কতৃপক্ষ বাংলাদেশে বীমা ব্যবসা পরিচালনাকারী যে কোনো বা সব বীমা কোম্পানির বীমাসংক্রান্ত সব লেনদেন, রেকর্ডপত্র, দলিল সময় সময় প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এক বা একাধিক নিরীক্ষক দ্বারা নিরীক্ষা করতে পারবে।
ধারায় আরো বলা হয়েছে, এ ধারার অধীনে নিযুক্ত নিরীক্ষক বীমাকারীর বীমা ব্যবসা সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র, হিসাব বই, রেজিস্টার, ভাউচার, পত্রাদি ও অন্য সব দলিল পরিদর্শন করতে পারবে এবং এ উদ্দেশ্যে বীমাকারীর যে কোনো পরিচালক, কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য শোনা এবং বীমাকারীর কাছ থেকে যে কোনো প্রাসঙ্গিক কাগজপত্র ও তথ্যাদি তলব করতে পারবে।