নির্ধারিত সময়ে পুনঃবীমা দাবি অনুমোদন করেনি এসবিসি
নিজস্ব প্রতিবেদক: ৩০ কার্যদিবসের মধ্যে পুনঃবীমা দাবি অনুমোদনের নির্দেশনা দিয়ে গত ২০ মার্চ সাধারণ বীমা করপোরেশনকে (এসবিসি) একটি চিঠি দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে এ নির্দেশনার এক মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো দাবি অনুমোদন করেনি নিয়ন্ত্রণ সংস্থাটি।
এ প্রসঙ্গে এসবিসির পুনঃবীমা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসাইন বলেন, আইডিআরএর নির্দেশনা আমরা বুঝিনি। কারণ সার্ভে সম্পন্ন হতেই ছয় মাস লেগে যায়। সে ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে দাবি অনুমোদন কিভাবে সম্ভব? তবে চলমান প্রক্রিয়ার মধ্যে যে সব দাবি আসছে তা অনুমোদন করে দেয়া হচ্ছে।
তবে বীমা দাবি অনুমোদন করার বিষয়ে বীমা কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে তারা দাবি করেন, সাধারণ বীমা করপোরেশনের কাছে তাদের পাওনা প্রায় ৪০০ কোটি টাকা। কোনো কোনো কোম্পানির দাবি বছরের পর বছর ধরে বকেয়া রেখেছে এসবিসি। সাধারণ বীমা পূনবীমা রিকভারি না পাওয়ায় অনেক কোম্পানি আর্থিক সংকটে পরেছে। এ বিষয়গুলো বেসরকারি বীমা কোম্পানিগুলোর পক্ষ থেকে আইডিআরএ’র নজরে আনার পরই কর্তৃপক্ষ খোঁজ খবর নিয়েই সাধারণ বীমা করপোরেশনকে এক মাসের মধ্যে দাবি অনুমোদন করার নির্দেশ দেন।
বেসরকারি সাধারণ বীমা কোম্পানির ওই কর্মকর্তারা আরও বলেন, সাধারণ বীমা করপোরেশনের বর্তমানে যারা ম্যানেজমেন্ট এর দায়িত্বে আছেন তাদের দায়িত্ব গ্রহণের আগের তিন বছরের সাথে রিকভারির সাথে তুলনা করলে স্পষ্ট হবে দাবি অনুমোদনের চিত্র।
কর্মককর্তারা আরও অভিযোগ করেন, এসবিসি আইডিআরএ এর নির্দেশনার অপব্যাখ্যা করছেন। কারণ বীমা দাবি উত্থাপন হওয়ার পর বীমা কোম্পানিগুলো জরিপকারী নিয়োগ করে। সাধারণ বীমা এই ক্ষেত্রে কোনো জরিপকারী নিয়োগ করে না। জরিপকারী জরিপ কার্য শেষ করার পর জরিপ প্রতিবেদন বীমা কোম্পানির কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেয়ার পর বীমা কোম্পানিগুলো পুনঃবীমা রিকভারির জন্য তা সাধারণ বীমার কাছে পাঠায়।
তাদের মতে, সাধারণ বীমার কাছে অনেক বীমা কোম্পানির ১০ বছর আগের পুনঃবীমা রিকভারি পরে আছে। কোনো কোনো কোম্পানির ক্লেইম রিকভারির ফাইল ওপেন করতেই ২ বছর লেগে যায়। এসব কর্মকর্তা দাবি করে পুনঃবীমা দাবি বীমা দাবির পরিমাণের উপর নয়, সংখ্যার উপর হিসাব করতে হবে। তাহলেই প্রকৃত চিত্র পাওয়া যাবে।
প্রাইম ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম বলেন, আমার কোম্পানির ৩০ কোটি টাকার পুনঃবীমা দাবি দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছে এসবিসি। আজ আইডিআরএতে বিষয়টি নিয়ে আমরা অভিযোগ জানাবো।
অন্যদিকে নিটল ইন্স্যুরেন্সর প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম বলেন, বিদেশে পুনঃবীমা করলে তা দ্রুত পাওয়া যায়। সে তুলনায় আমাদের এসবিসি অনেক ধীরগতীতে চলছে। দেশের পুনঃবীমা দাবি আদায়ের প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন হওয়া উচিত।