সকাল হলেই বীমা দিবস
নিজস্ব প্রতিবেদক: রাত পেরিয়ে সকাল হলেই বীমা দিবস। বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে প্রথম বারের মতো উদযাপিত হবে বীমা দিবস। এই উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানান কর্মসূচিত হাতে নেয়া হয়েছে। বর্ণিল সাজে সেজেছে বীমা কোম্পানিগুলো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন জাতীয় বীমা দিবস।
১৯৬০ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী আগামীকাল সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জাতীয় বীমা দিবস।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুষ্ঠানটির আয়োজন করেছে। আগামীকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বীমা মেলা অনুষ্ঠিত হবে। দেশের সরকারি বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি মেলায় অংশ নিচ্ছে। এরইমধ্যে বীমা মেলার স্টলগুলো প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী বীমা মেলার স্টল পরিদর্শন করবেন।
দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে শেষ হয় এ শোভাযাত্রা। নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসহ দেশের ৭৮টি বীমা কোম্পানির কর্মকর্তারা এতে অংশ নেন।
জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আগামী ২ মার্চ রাজধানীর হাতির ঝিলে আর্মি থিয়েটারে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এ ছাড়াও দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।