একচ্যুয়ারি পেশার উন্নয়নে আইডিআরএ’র ৫ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে একচ্যুয়ারি পেশার উন্নয়নে ৫টি সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । ইন্স্যুরেন্স একাডেমি, একচ্যুয়ারি বাংলাদেশ, ইন্স্যুরেন্স এসোসিয়েশন ইন্স্যুরেন্স ফোরাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে এ সংক্রান্ত ধারণাপত্র পর্যালোচনা সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো- একচ্যুরিয়াল পেশার উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে একচ্যুরিয়াল ইনস্টিটিউট গঠন করতে হবে;

যে সকল বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ চালু রয়েছে তাদের পাঠ্যক্রমে একচ্যুয়ারিয়াল সায়েন্সের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে; প্রস্তাবিত ধারণাপত্রের বীমা সংক্রান্ত কিছু পরিভাষা (যেমন: প্রত্যপর্ণ মূল্য, স্যারেন্ডার ভ্যালু, মৃত্যু ঝুঁকি, স্ব-পুনঃবীমা, সুপার অ্যানুয়েশন ইত্যাদি) বাংলার পাশাপাশি ইংরেজি টার্ম উল্লেখ করতে হবে;

প্রস্তাবিত ধারণাপত্রের ৭ (গ) অনুচ্ছেদে একচ্যুয়ারি ট্রেইনি পদে নিয়োগের সর্বনিম্ন যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অন্তর্ভুক্ত করতে হবে এবং মেধাবী শিক্ষার্থীদের একচ্যুয়ারিয়াল পেশায় অন্তর্ভুক্তির লক্ষ্যে আইডিআরএ’র তত্ত্বাবধানে কোম্পানিসমূহের একচ্যুয়ারি ট্রেইনি অফিসারদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

গত ৭ আগস্ট অনুষ্ঠিত ওই সভায় ড. এম আসলাম আলম জানান, আইডিআরএ’র তত্ত্বাবধানে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণিত, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করা হবে। পাশাপাশি একচ্যুয়ারি ট্রেইনি অফিসার নিয়োগের লক্ষ্যে কোম্পানিগুলোর সমন্বয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ারের আয়োজন করা হবে।

তিনি আরো জানান, যেসব বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয় চালু রয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে একচ্যুয়ারিয়াল সায়েন্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। একইসাথে ভালো কোম্পানিগুলোতে বাধ্যতামূলকভাবে ২ জন এবং অন্যান্য কোম্পানিতে ১ জন করে একচ্যুয়ারি ট্রেইনি অফিসার নিয়োগ ও তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন নিশ্চিত করা হবে।

পাশাপাশি একচ্যুরিয়াল ট্রেইনিদের অনলাইন কোর্সে অংশগ্রহণের ফি নির্ধারিত তহবিল থেকে পরিশোধ করা হবে। সার্বিকভাবে প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে একচ্যুরিয়াল ইনস্টিটিউট গঠনের উদ্যোগ নেয়া হবে বলেও জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

কর্তৃপক্ষের সদর দপ্তরে আয়োজিত এ সভায় আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক ধারণাপত্র উপস্থাপন করেন। সভায় আইডিআরএ’র অন্য ৩ সদস্য তানজিনা ইসমাইল (আইন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল, বিআইএ’র নির্বাহী সদস্য ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং বিআইএফ’র সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।