চেকলিস্ট প্রকাশ

ব্যাংকাস্যুরেন্সের এজেন্ট হতে ১১ ধরণের তথ্য দিতে হবে আইডিআরএ’কে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকাস্যুরেন্সের এজেন্ট তথা করপোরেট এজেন্ট সনদ পাওয়ার জন্য বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে ১১ ধরণের তথ্য দাখিল করতে হবে। সম্প্রতি কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চেকলিস্ট প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) নির্দেশনা, ২০২৩ অনুযায়ী একটি ব্যাংক ৩টি নন-লাইফ বীমা কোম্পানির বীমা পণ্য বিক্রয় করতে পারবে। সে মোতাবেক ব্যাংকসমূহকে কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণ করার সময় সংশ্লিষ্ট ব্যাংককে চেকলিষ্ট অনুসারে কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে।

চেকলিস্ট অনুসারে যেসব তথ্য দাখিল করতে হবে:

করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) লাইসেন্স ফি বাবদ পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ও মূসক ফি প্রদানের চালানের কপি; বাংলাদেশ ব্যাংকের অনুমোদনপত্রের অনুলিপি; বীমাকারী ও ব্যাংকের এর মধ্যে সম্পাদিত ব্যাংকাসুরেন্স খসড়া চুক্তিপত্র;

ব্যাংকাসুরেন্স ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন সংক্রান্ত পরিচালনা পর্ষদের কার্যবিবরণীর অনুলিপি; পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব কোড অব কনডাক্টের অনুলিপি;

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক পৃথক এবং নিবেদিত ব্যাংকাসুরেন্স ইউনিট চালু করার ঘোষণার অনুলিপি; করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) নির্দেশিকা, ২০২৩ এর ৫ নম্বর অনুচ্ছেদে বর্ণিতচিফ ব্যাংকাসুরেন্স অফিসারের প্রয়োজনীয় যোগ্যতার অনুলিপি;

চিফ ব্যাংকাসুরেন্স অফিসার নিয়োগ/পদায়ন সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি; করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) নির্দেশিকা, ২০২৩ এর ৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ব্যাংকাসুরেন্স ম্যানেজার/ অফিসারের প্রয়োজনীয় যোগ্যতার অনুলিপি;

ব্যাংকাসুরেন্স ম্যানেজার/ অফিসার নিয়োগ/ পদায়ন সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি; করপোরেট এজেন্ট (ব্যাংকাসুরেন্স) নির্দেশিকা, ২০২৩ এর ৫ (গ) নম্বর অনুচ্ছেদে বর্ণিত বীমা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের প্রমাণক।