অগ্নি বা সম্পত্তি বীমার অবলিখনে সুস্থ্য চর্চা প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: অগ্নি বা সম্পত্তি বীমা অবলিখনের বেলায় যে বিষয়টি বিশেষভাবে মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে বীমাকৃত সম্পত্তির সঠিক এবং পূর্ণ বিবরণ।
এ কথা মনে রাখা প্রয়োজন যে বীমা চুক্তি একটি ‘লিগাল কন্ট্রাক্ট’ আইনের দৃষ্টিতে এ চুক্তিতে কোন প্রকার ভুল-ভ্রান্তি থাকা বাঞ্ছনীয় নয়, যা দাবি বেলায় বিশেষ করে বীমাগ্রহিতার স্বার্থ ক্ষুন্ন করতে পারে।
আশা করি নিম্নে বর্ণিত দৃষ্টান্ত থেকে ব্যপারটি বুঝতে সহায়ক হবে।
১) নির্মাণ প্রকৃতি
বিল্ডিং এর বেলায়: একই স্থান বা লোকেশনে একের অধিক বিল্ডিং এর ক্ষেত্রে প্রত্যেকটি বিল্ডিং এর প্রকৃত নির্মাণ প্রকৃতির বর্ণনা যেমন-
ক. ফ্যাক্টারি বিল্ডিং: বহুতলা বিশিষ্ট (দ্বিতীয়, তৃতীয় তলা ইত্যাদি)
Walls: Made of Cement Blocks/Hollow Bricks, Roof: Made of Concrete
খ. গুদাম/গুদাম হাউজ বিল্ডিং: একতলা বিশিষ্ট উচু বিল্ডিং
Walls: Made of Cement Blocks/Hollow Bricks
Roof: Made of Corrugated iron Sheets
OR
The Entire building is made of prefabricated steel structures Etc.
২) ঝুঁকির ঠিকানা: পলিসিতে একের অধিক লোকেশনের বেলায় প্রত্যেক লোকেশনের সঠিক বর্ণনা যেমন-
ক. ফ্যাক্টরি বিল্ডিং: তেজগাঁও শিল্প এরিয়া নং, নাবিস্কো বিস্কুট বা কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নিকট ইত্যাদি।
খ. ওয়ার হাউজ: গাজীপুর শিল্প এরিয়া ইত্যাদি।
৩) বিল্ডিং এর বীমাকৃত মূল্য: বীমা পলিসিতে সকল বিল্ডিংয়ের একত্রিকৃত/সম্মিলিত মূল্য (Aggregate value) হিসাব দেখানো হবে। পৃথক সিডিউলে (যা বীমা পলিসির অবিচ্ছেদ অংশ হিসেবে অন্তর্ভুক্ত বা সংযোজন করতে হবে) প্রত্যেকটি বিল্ডিং এর বীমাকৃত মূল্য পৃথক পৃথকভাবে দেখাতে হবে। যেমন: সিডিউল-এ।
৪) প্লান্ট, মেশিনারিজের বেলায়: প্লান্ট, মেশিনারিজের বেলায় একইভাবে উপরে বর্ণিত দৃষ্টান্ত নং ৩ অনুযায়ী সিডিউলের মাধ্যমে প্রত্যেক প্লান্ট বা মেশিনারিজের বর্ণনাসহ বীমাকৃত মূল্য পৃথক পৃথকভাবে দেখাতে হবে। যেমন- সিডিউল-বি।
বীমা পলিসি অবলিখনের বেলায় বীমাকারীর অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে বীমাগ্রহীতার নিকট থেকে সম্পত্তির সঠিক তথ্য/ বিবরণ গ্রহণ করা। যাতে করে দাবির বেলায় কোন ধরনের ভুল বোঝাবুঝি বা সংশয়ের সৃষ্টি হতে না পারে।
এই ধরনের পরিস্থিতিতে মামলা মোকদ্দমার বেলায় আদালত সাধারণত বীমাকারীর বিপক্ষে রায় বা সিদ্ধান্ত দিয়ে থাকে।