বীমাখাতে ইন্স্যুরেন্স নিউজ বিডি'র ভূমিকা
এ কে এম এহসানুল হক:
ইন্স্যুরেন্স নিউজ বিডি'র প্রতিষ্ঠা হয়েছে মূলত বীমাখাতের সেবা প্রদান করার জন্য। বিগত পাঁচ বছরে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এই অনলাইন পোর্টাল বর্তমানে সম্মানজনক অবস্থায় এসে পৌঁছেছে। কিছু নির্ভীক এবং নিষ্ঠাবান সাংবাদিক নিরলস এবং অক্লান্তভাবে এই অনলাইন পত্রিকার জন্য কাজ করে যাচ্ছে।
জনমনে বীমা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে মিডিয়ার বিকল্প নেই। ইন্স্যুরেন্স নিউজ বিডি সে কাজটি সুন্দর এবং সুচারুভাবে সম্পাদন করছে। পত্রিকাটিতে দৈনন্দিন বীমাখাতের বিভিন্ন সমস্যা এবং চাঞ্চল্যকর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
কিন্তু দুঃখজনক ব্যাপার হল এই যে, বীমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই পত্রিকাটির অস্তিত্ব সম্বন্ধে অবগত নয়। আবার যারা এই পত্রিকা সম্বন্ধে খবর রাখেন তাদের অনেকেই এটি নিয়মিত পড়েন না। তবে আশার কথা এই যে, এর সাধারণ পাঠকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে এর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে।
এ কথা ভাবার কোন কারণ নেই যে, বীমাখাতের জ্ঞানী লোকের অভাব রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হাতে গোণা ক'জন লেখক ব্যতিরেকে অন্যরা এই পত্রিকায় লেখার মাধ্যমে অংশগ্রহণে এগিয়ে আসছেন না।
বীমা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব হচ্ছে এই পত্রিকাটির পৃষ্ঠপোষকতা এবং সমর্থন করা। কথায় বলে ভালো কাজ পেতে হলে ভালো কাজের প্রশংসা করতে হয়।
বীমাখাতের বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত লেখালেখির মাধ্যমে পত্রিকাটিকে অধিকতর সমৃদ্ধশালী করা যেতে পারে। এ ব্যাপারে বীমা বিশেষজ্ঞদের এগিয়ে আসতে হবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
বর্তমান বীমা চর্চায় নানান ধরণের ভুল-ভ্রান্তি থাকা অসম্ভব নয়। গঠনমূলক আলোচনা এবং সমালোচনার মাধ্যমে এর দূরীকরণ সম্ভব। যা বীমাখাতের জন্য উপকার বয়ে আনতে পারে।
লেখার মাধ্যমে জ্ঞানের চর্চা এবং বিকাশ সম্ভব। মিডিয়া এ ব্যাপারে এক বলিষ্ঠ এবং অনবদ্য ভূমিকা পালন করতে সক্ষম।
লেখক: এ কে এম এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। প্রায় চার দশক দুবাইয়ে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন বীমা কোম্পানিতে চাকরি করেছেন।
এ সময় তিনি লন্ডন থেকে ফেলো অফ দি চাটার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (এফসিআইআই), এসোসিয়েটস অফ দি ইন্সটিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (এআইআরএম) এবং এসোসিয়েট অফ দি চাটার্ড ইন্সটিটিউট অফ আরবিট্রেটরস (এসিআইআরবি) ডিগ্রি অর্জন করেন।
ইন্স্যুরেন্সের ওপর এ পর্যন্ত লেখকের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, যা দেশে এবং বিদেশে সমাদৃত। পেশায় লেখক একজন চাটার্ড ইন্স্যুরার। বর্তমানে তিনি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত।
ইন্স্যুরেন্সনিউজবিডি'র পাঠকদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বীমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখেছেন এ কে এম এহসানুল হক।