ভারতে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি ছাড়ের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিষয়ক রাজ্য মন্ত্রীদের একটি প্যানেল স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে কর ছাড়ের প্রস্তাব করেছে।

বুধবার (২০ আগস্ট) নয়াদিল্লিতে বৈঠক শেষে দুইজন রাজ্য মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, বর্তমানে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি আরোপিত হয়। এই কর মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।

জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এ কাউন্সিলে সব রাজ্যের অর্থমন্ত্রী সদস্য হিসেবে থাকেন। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তেলেঙ্গানার মন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা বলেন, স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে ছাড় দেওয়া হলে রাজস্ব ঘাটতি হতে পারে প্রায় ৯৭০০ কোটি রুপি (১.১১ বিলিয়ন মার্কিন ডলার)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অর্থনীতি চাঙ্গা করতে জিএসটির ব্যাপক ছাড় ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপটেই এই নতুন প্রস্তাব এসেছে।

আগামী বৈঠকে জিএসটি শুরুর পর থেকে সবচেয়ে বড় সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। (সংবাদ সূত্র: রয়টার্স)