জেনিথ ইসলামী লাইফের সাথে বিআরবি হাসপাতালের চুক্তি

ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে বিআরবি হসপিটালস।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতাল এর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফের পলিসি হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী, পরিচালক ও তাদের ওপর নির্ভরশীলগণ সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

জেনিথ ইসলামী লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এবং বিআরবি হসপিটালস এর পক্ষে সিইও ডা. আবু আলতাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান, জিএম (অডিট) কে এম মনিরুজ্জামান এবং এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার।

অন্যদিকে বিআরবি হসপিটালস লি. এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) মো. ফজলুল হক এবং এজিএম (মেডিকেল সার্ভিসেস) মো. রেজাউল হক ভুঁইয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।