কসবায় ৩ কোটি ১১ লাখ টাকা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মডেল এরিয়ায় ৩৬২টি বীমা দাবি বাবদ ৩ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করেছে। ৩ এপ্রিল মঙ্গলবার কসবা উপজেলা মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে এসব চেক হস্তান্তর করেন। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন আইডিআরএ সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া, কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাজিমউদ্দিন, তাকাফুল প্রধান এভিপি জিএম হেলাল উদ্দিন।

এ ছাড়াও কোম্পানির এরিয়া প্রধান, ঊর্ধ্বতন উন্নয়ন কর্তকর্তাবৃন্দসহ কসবা মডেল এরিয়ার প্রায় ১ হাজার ৫শ' ঊন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। (সংবাদ বিজ্ঞপ্তি)