আদর্শ কর্মী হতে পেশাগত জ্ঞান জরুরি: এসএম নুরুজ্জামান

ডেস্ক রিপোর্ট: আদর্শ কর্মী হওয়ার জন্য পেশাগত জ্ঞান খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। আজ শনিবার কোম্পানির কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসা উন্নয়ন সভায় তিনি এ মন্তব্য করেন।

জেনিথ ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদিরের সভাপতিত্বে এ উন্নয়ন সভা পরিচালনা করেন এসইভিপি মো. আমিনুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির এসভিপি মো. নাজমুল হুদা লিটন, এসভিপি আব্দুল আউয়াল, এসইভিপি আব্দুল কাদির প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)