চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ইফতার মাহফিল করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। রোববার আগ্রাবাদের হোটেল জামান’স রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর শহিদুল্লাহ্ আনসারী, আদর্শ হজ্ব কাফেলার পরিচালক মাওলানা শামছুল ইসলাম হাকেমী ও বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম।

কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি আবদুল করিম চৌধরী, মাওলানা মুসা আনচারী, ইভিপি মোহাম্মদ ফোরকান আজাদ ও মাওলানা নুর হোসাইন। জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় সকল কর্মকর্তা এতে অংশ নেন।