সানলাইফ ইন্স্যুরেন্সের কক্সবাজার সম্মেলন অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ‘কক্সবাজার সম্মেলন-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোম্পানির প্রায় ৩শ’ উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উক্ত সম্মেলন ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারপারসন প্রফেসর রুবিনা হামিদ এবং বিশেষ অতিথি ছিলেন ড. কাজী আকতার হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।
সানলাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম আসলাম রেজা, ডিএমডি (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মোঃ রবিউল আলম এসিএসসহ কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীগণসহ আরো অনেকে সভায় উপস্থিত ছিলেন।
সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং উন্নয়ন কর্মকর্তাদের সম্মিলিত অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হওয়া কক্সবাজার সম্মেলন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে পুনরায় ব্যবসায়িক প্রাণসঞ্চার করেছে। (সংবাদ বিজ্ঞপ্তি)