সুনামগঞ্জে হোমল্যান্ড লাইফের ৫০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের গ্রাহকদের ৫০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলে আজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. আবদর রব। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক ড. শেখ মহ. রেজাউল ইসলাম ও পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। এতে সভাপতিত্ব করেন কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার।