জেনিথ ইসলামী লাইফের অর্ধ-বার্ষিক সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন- ২০১৮। আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এ সম্মেলন হওয়ার কথা ছিল।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে অর্ধ-বার্ষিক সম্মেলন- ২০১৮ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।