পদ্মা ইসলামী লাইফের ১৮তম এজিএম অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনু্ষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
কোম্পানির চেয়ারম্যান এএফএম ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক এবিএম জাফর উল্যাহ, আবু তাহের, নাজমুন নাহার, আবদুল মান্নান চৌধুরী, আবুল বাশার, ড. আনোয়ারুজ্জামানসহ অন্যান্য পরিচালক এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন প্রমুখ।