সিলেটে হোমল্যান্ড লাইফের ৬২ লাখ টাকা বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: সিলেটের গ্রাহকদের বীমা দাবি বাবদ প্রায় ৬২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুর রব।

বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক ড. শেখ মহ. রেজাউল ইসলাম, পরিচালক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ও হোমল্যান্ড লাইফের পরিচালক মো. জামাল উদ্দিন। (সংবাদ বিজ্ঞপ্তি)