আলফা ইসলামী লাইফের নতুন চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন
ডেস্ক রিপোর্ট: বেসরকারি লাইফ বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন। কোম্পানির ২৬তম পরিচালনা পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
আলমগীর শামসুল আলামিন দেশের একজন গুরুত্বপূর্ণ এবং র্শীষস্থানীয় শিল্পপতি এবং স্বনামধন্য শামসুল আলামিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রিহ্যাবের পরপর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
তিনি শপিং সেন্টার মালিক সমিতিরও বর্তমান সভাপতি। তিনি একজন প্রতিষ্ঠিত এবং সফল ব্যবসায়ী এবং দেশের র্শীষস্থানীয় ব্যাবসায়ী সম্প্রদায়ের প্রতিষ্ঠান এফবিসিসিআই এর পরিচালক। এছাড়াও তিনি বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের পরিচালক ও কর্ণধার।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ হতে নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিনকে প্রাণঢালা অভিনন্দন এবং তার সফলতা, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।