প্রগতি লাইফের ২৫% লভ্যাংশ অনুমোদন
ডেস্ক রিপোর্ট: ২০১৭ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে এ লভ্যাংশ অনুমোন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রগতি লাইফের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে কোম্পানির পরিচালক আবদুল আউয়াল মিন্টু, মোঃ শফিউর রহমান, তাফসির এম আউয়াল, মোঃ আব্দুল হামিদ, মুহাম্মদ জামালউদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির এবং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম উপস্থিত ছিলেন।
শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস। এবারের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০১৭ সালের জন্য ১৫% নগদ ও ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রগতি লাইফ।