প্রগতি লাইফ ও ইউসিবিএল’র মধ্যে চুক্তি

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর মধ্যে ইউসিবিএল’র ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপে’র মাধ্যমে বীমা গ্রাহকের প্রিমিয়াম জমা করা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে প্রগতি লাইফের বীমা গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপে’র মাধ্যমে তাদের প্রিমিয়াম জমা প্রদান করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত জামিল সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রধান অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস, এফসিএ এবং মহা ব্যবস্থাপক (অপারেসন্স) এসএম জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।