বীমা দাবি পরিশোধ ও ব্যবসা উন্নয়ন সভা

কুষ্টিয়ায় হোমল্যান্ড লাইফের সার্ভিসিং সেন্টার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের কুষ্টিয়া সার্ভিসিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার কোম্পানির সিনিয়র ডিজিএম ও কুষ্টিয়া এরিয়া ইনচার্জ আজিজুর রহমান শেখ এবং কুষ্টিয়া সার্ভিসিং সেন্টার ইনচার্জ এস এম হাবীবুল্লাহ সিদ্দিকী অফিসটির উদ্বোধন করেন।

কোম্পানির ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া সার্ভিসিং সেন্টারের ডেপুটি ইনচার্জ আলী রনব আহমেদসহ কোম্পানির ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া সার্ভিসিং সেন্টার ইনচার্জ এস এম হাবীবুল্লাহ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমি ন্যাশনাল লাইফের মাধ্যমে জীবন বীমা পেশায় যাত্রা শুরু করি। পরবর্তীতে ১৯৯৬ সালে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা হলে এখানে যোগদান করি।

এই কোম্পানির প্রতিষ্ঠাতা ডাইরেক্টর ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম সরাফতউল্লাহ ঢালী ও বর্তমান চাটার্ড লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) শহীদুল ইসলামের হাত ধরে কাজ শুরু করি। ব্যক্তিদ্বয়ের দূরদর্শী অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন হাবীবুল্লাহ সিদ্দিকী।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুষ্টিয়া সার্ভিসিং সেন্টার উদ্বোধন শেষে  ৩০জন বীমা গ্রাহকের মেয়াদোত্তীর্ণ দাবির চেক হস্তান্তর করা হয় এবং ব্যবসা উন্নয়ন সভা- ২০১৮ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।