সিআইপিএ কোর্স নিয়ে বিআইপিডি’র মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট: সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল এ্যাকাউন্টেন্ট (সিআইপিএ) কোর্স নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । বহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মোঃ রেজাউল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (রিসার্চ বিভাগ) মোঃ আব্দুল আওয়াল সরকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
এছাড়াও ব্যাংক ও বীমা কোম্পানি থেকে এমডি ও এইচআরহেড সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিআইপিডি বাংলাদেশে সর্বপ্রথম একাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস (এএওআইএফআই) পরিচালিত সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল এ্যাকাউন্টেন্ট (সিআইপিএ) কোর্সের শিক্ষা সহযোগী (এডুকেশন পার্টনার) হিসেবে কাজ শুরু করেছে।
এএওআইএফআই ইসলামিক আর্থিক প্রতিষ্ঠাসমূহের মান নির্ণয়কারী বাহরাইন কেন্দ্রিক আর্ন্তজাতিক প্রতিষ্ঠান। এই কোর্স সম্পন্নকারী প্রফেশনাল একাউন্টেন্টগণ ইসলামী বীমা প্রতিষ্ঠানের মানোন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।
বিআইপিডির মাধ্যমে এই কোর্সটি সম্পন্ন করা হলে কোর্স ফি’র ওপর ৩৫% বিশেষ ডিস্কাউন্ট প্রদান করা হবে। (সংবাদ বিজ্ঞপ্তি)