গার্ডিয়ান লাইফের সাথে পালস ট্রেডিং ফার ইস্ট’র বীমা চুক্তি

ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও পালস ট্রেডিং ফার ইস্ট লিমিটেডের (বাংলাদেশ লিজন অফিস) মধ্যে সম্প্রতি তিন বছরের জন্য জীবন বীমা চুক্তি নবায়ন হয়েছে, যা সন্তোষজনক গ্রাহক সেবার মধ্য দিয়ে কোম্পানির কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের গ্রুপ লাইফ এবং স্বাস্থ্য বীমা সেবা নিশ্চিত করবে।

এই চুক্তির অধীনে পালস ট্রেডিং ফার ইস্ট লিমিটেডের কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্বাভাবিক ও আকস্মিক মৃত্যু, অক্ষমতা এবং স্বাস্থ্য বীমা সেবার সুবিধা পাবে ।

উক্ত চুক্তি নবায়ন অনুষ্ঠানে পালস ট্রেডিং ফার ইস্ট লিমিটেডের আঞ্চলকি কান্ট্রি ম্যানেজার রিনে হুবার্ট বলেন, আমরা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সেবায় অত্যন্ত সন্তুষ্ট। আমরা আরো গর্বিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুনত্ব এবং ডিজিটাল রুপান্তরের জন্য।

গার্ডিয়ান লাইফের সিইও এবং ব্যবস্থানা পরিচালক এম এম মনিরুল আলম পালস ট্রেডিং ফার ইস্ট লিমিটেডকে  সন্তোষজনক সেবা প্রদানের জন্য আশ্বস্ত করেছেন এবং গার্ডিয়ান লাইফ প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ প্রদান করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আজিমুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব করপোরেট বিজনেস; মো. মাজহারুল ইসলাম রানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব করপোরেট সেলস।।

পালস ট্রেডিং ফার ইস্ট লিমিটেড পক্ষে উপস্থিত ছিলেন নিকোলাস ফোর্বস, আঞ্চলকি এইচআর ম্যানেজার; বসিরুন নবী খান, রিলেসন এন্ড পাবলিক অ্যাফেয়ার ম্যানেজার, মো. আরিফুল আলমসহ উভয় কোম্পানির আরো অনেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)