জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিকেল প্রোডাক্টস লিমিটেড এর কর্মচারী মোঃ রিয়াজ উদ্দিনের মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ এক লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী চেক হস্তান্তর করেন। অন্যদিকে বেঙ্গল এডহেসিভ এন্ড কেমিকেল প্রোডাক্টস’র পক্ষে চেক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর) সাব্বির আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

এসময় জেনিথ লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান একেএম বদিউল আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আলী আজীম খান, পরিচালক সামছুল আলম ও সৈয়দা নাসরিন আজীম এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।