পপুলার লাইফের পৃষ্ঠপোষকতায় বগুড়ায় গলফ টুর্নামেন্ট
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বগুড়া সেনানিবাসে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট- ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সেনানিবাস এটির সার্বিক ব্যবস্থাপনা করছে। সম্প্রতি এ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পপুলার লাইফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি-১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ সাইফুল আলম, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সুমন রেজাসহ অন্যান্য ব্রিগেডিয়ার জেলারেলবৃন্দ, গলফ ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল একেএম জগলুর রহমান খান, সেনাবাহিনীর অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গলফারবৃন্দ।