বগুড়ায় পপুলার লাইফের ত্রৈমাসিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর

ডেস্ক রিপোর্ট: বগুড়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের ত্রৈমাসিক সম্মেলন এবং বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া অঞ্চলের বাচাইকৃত ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহা-ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মোস্তাফিজার রহমান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বীমা কোম্পানিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কামাল হোসেন মহসিন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, জনপ্রিয় একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ, আল-বারাকা ইসলামী বীমা প্রকল্পের উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন, একক বীমা প্রকল্পের জেপিডি আফজাল হোসেন।

এছাড়াও নওগাঁ সার্ভিস সেলের আল আমিন বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, আল আমিন বীমা প্রকল্পের সুপারভাইজার-২ মিজানুর রহমান, সুপারভাইজার-১ আফজাল হোসেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনচার্জ এস এম শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়াদ উর্ত্তীর্ণ বীমা দাবির চেক গ্রাহকের হাতে তুলে দেন।