কক্সবাজারে পদ্মা ইসলামী লাইফের বীমা দাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি কক্সবাজার অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানি সেক্রেটারি (এক্টিং) ও সিনিয়র সহকারী ব্যবস্থাপক (পাবলিক রিলেশন এন্ড বোর্ড এ্যাফেয়ার্স) মুহাম্মদ আবু সাঈদ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চেক হস্তান্তর করেন কোম্পানির পরিচালক ডা. মোঃ নুরুল আক্তার চৌধুরী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (উয়ন্নন) মোঃ এমদাদুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন কোম্পানির কক্সবাজার জোনাল হেড কোয়াটার ইনচার্জ এম নাসির উদ্দিনসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।