লক্ষ্মীপুরে জেনিথ ইসলামী লাইফ গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল শুক্রবার বিকেলে কোম্পানির জেলা কার্যালয়ে এ চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের নমিনীর হাতে চেক তুলে দেন।
এসইভিপি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি হাছান খাঁন রিপন, ব্যবস্থাপক ও ইনচার্জ (অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগ) আবদুর রহমান ও জেইভিপি আনোয়ার হোসেন বাচ্ছু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইভিপি আহাদের রহমান। এসময় কোম্পানিটির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)