গোল্ডেন লাইফের টাকা আত্মসাৎ, ২ কর্মকর্তার জেল-জরিমানা
ডেস্ক রিপোর্ট: গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক উন্নয়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, পিতা: মো. মোমতাজ উদ্দিন, গ্রাম: রামচন্দ্রপুর, ডাকঘর: কামারিয়া বাজার, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ, কোম্পানির সম্মানীত বীমা গ্রাহকদের অর্থ আত্মসাৎ করায় তার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত, ঢাকায় দায়েরকৃত সিআর মামলা নং ৮৭৩৮/২০১৬ গত ২৮/১১/২০১৭ ইং তারিখ নিষ্পত্তি করা হয়।
তার বিরুদ্ধে আনীত দ্য নেগোশিওবল ইন্স্যুরেন্স অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করতঃ বিজ্ঞ আদালত ০৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৬,৮৬,২০০/- (ছত্রিশ লক্ষ ছিয়াশি হাজার দুইশ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
অন্যদিকে কোম্পানির সাবেক উন্নয়ন কর্মকর্তা মো. দিদার হোসেন, পিতা: নোয়াব আলী, গ্রাম: ফতেহাবাদ, ডাকঘর: ফতেহাবাদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা, কোম্পানির সম্মানীত বীমা গ্রাহকদের টাকা আত্মসাৎ করায় তার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত সিআর মামলা নং-৩৪৫/২০১৬ গত ২৬/০২/২০১৯ ইং তারিখ নিষ্পত্তি করা হয়।
তার বিরুদ্ধে আনীত দ্য নেগোশিওবল ইন্স্যুরেন্স অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ওই অভিযোগ দোষী সাব্যস্ত করতঃ বিজ্ঞ আদালত ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩২,৩১,১৫৭/- (বত্রিশ লক্ষ একত্রিশ হাজার একশত সাতান্ন) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
বর্তমানে মো. মোশাররফ হোসেন ওই মামলায় জেল-হাজতে রয়েছেন এবং মো. দিদার হোসেন পলাতক/আত্মগোপনে রয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)