গার্ডিয়ান লাইফ তৃতীয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো গার্ডিয়ান লাইফ তৃতীয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। ৫টি দেশের অংশগ্রহণে ১১ থেকে ১৩ এপ্রিল এটি অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই উৎসব আয়োজনে ছিল মূকাভিনয় প্রদর্শনী, সেমিনার, কর্মশালা এবং র্যালি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দ্বারা এরকম বড় আয়োজন আমাদেরকে আশান্বিত করে। এই উৎসব ধারাবাহিক থাকুক এবং বিশ্বভ্রাতৃত্ব এবং পৃথিবীর নানা দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে মূকাভিনয় অবদান রেখে চলুক।
প্রধান অতিথির বক্তব্যে চলচ্চিত্রাভিনেতা ও ঢাকা- ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেন, সংস্কৃতির চর্চা মানুষকে সুন্দর করে। মূকাভিনয় অনেক বড় শিল্প।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিম বলেন, আন্তর্জাতিক মাইম উৎসবের শুরু থেকেই আমরা এর সাথে জড়িত ছিলাম এবং নিয়মিত এই উৎসবটির সহয়তা এবং প্রচারে অবদান রেখে যাচ্ছি। আয়োজকদের আমরা ধন্যবাদ জানাই এমন অসাধারণ একটি উদ্যোগের সাথে গার্ডিয়ান লাইফকে সঙ্গী করার জন্য। (সংবাদ বিজ্ঞপ্তি)