ইউনিভার্সেল মেডিকেল ও আলফা ইসলামী লাইফের মধ্যে চুক্তি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এবং আলফা ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ।

চুক্তির আওতায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী এখন থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। এছাড়া এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক চেকআপ, প্রি-এমপ্লয়মেন্ট হেলথ চেকআপসহ জরুরি করপোরেট সেবা পাবেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সকল সদস্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, সিনিয়র করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম সুমন, সিনিয়র ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সি এফ জামান এবং আলফা ইসলামী লাইফের ইভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. মাজহারুল ইসলাম রানা, এভিপি মো. আনিসুর রহমান সুমন।