জেনিথ ইসলামী লাইফের সাথে এনাম মেডিকেল হসপিটালের চুক্তি
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে করপোরেট মেডিকেল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে এনাম মেডিকেল হসপিটাল (প্রাঃ) লিমিটেড। আজ বৃহস্পতিবার এনাম মেডিকেল হসপিটালের প্রধান নির্বাহীর কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।
এনাম মেডিকেল হসপিটাল (প্রাঃ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল কাদের নাজিম, পিএইচডি এবং জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এনাম মেডিকেল হসপিটাল হতে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন জেনিথ লাইফের পরিচালক, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও এই চুক্তির মাধ্যমে ক্রেডিটে চিকিৎসা করার সুবিধা পাবেন জেনিথ লাইফের গ্রুপ হাসপাতাল চিকিৎসা বীমার আওতাধীন সদস্যরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল হসপিটালের করপোরেট সার্ভিসের নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক ফারুক এবং জেনিথ ইসলামী লাইফের জিএম ও কোম্পানি সচিব আবদুর রহমান, সিডিজিএম (অভ্যন্তরীন নিরীক্ষা) হারুন অর রশিদ এবং এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার।