জেনিথ ইসলামী লাইফের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার, পরিচালক মো. আলী আজীম খান, মো. আবদুল জলীল, সামছুল আলম, মিসেস সৈয়দা নাসরিন আজীম ও এ টি এম এনায়েত উল্লাহ, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ ও কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও কোম্পানি সচিব আবদুর রহমান।