মেরিন ইন্স্যুরেন্স নিয়ে বিআইপিডি’র অনলাইন কর্মশালা
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেড (বিআইপিডি) আয়োজিত ‘নৌ-কার্গো বীমার ব্যবহারিক দিক’ শীর্ষক ২ দিন ব্যাপী একটি অনলাইন কর্মশালা ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি মেরিন ইন্স্যুরেন্স কর্মকর্তা, এক্সপোর্টার, ইম্পোর্টারসহ সংশ্লিষ্ট সকলের উপযোগী করে তৈরি করা হয়েছে।
এই কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইপিএস এর সাধারণ সম্পাদক এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য এহসানুল হক এফসিআইআই (ইউকে), প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চার্টার্ড ইন্স্যুরার পাপিয়া রহমান এসিআইআই (যুক্তরাজ্য), এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেডের (বিআইপিডি) মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী এসিআইআই।
কর্মশালাটির মূল আলোচ্য বিষয় ছিল:
ব্যবসা-বাণিজ্যে সামুদ্রিক পণ্যসম্ভার বীমার প্রয়োজনীয়তা। পণ্যসম্ভার এবং জাহাজের প্রকারভেদ। সামুদ্রিক পণ্যসম্ভার বীমার ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক নীতিমালার প্রয়োগ। পণ্য দাবি নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টেশন। সামুদ্রিক পণ্যসম্ভার জরিপকারীদের দক্ষতা এবং যোগ্যতা।
এছাড়াও ক্ষতি কমানোর বিষয়ে কার্যকরী সুপারিশ। আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং পণ্যসম্ভার বীমায় ব্যবহৃত পরিভাষা। জরিপ প্রতিবেদনে জরুরী তথ্য প্রদান করার প্রয়োজনীয়তা। ইনস্টিটিউট কার্গো ধারা (A) এবং অন্যান্য ধারার মধ্যে পার্থক্য (A B C) ।
বিভিন্ন সার্ভে কোম্পানি ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ষাট এর অধিক প্রশিক্ষক ও কর্মকর্তাগণ এই কর্মশালাটিতে অংশগ্রহণ করেন।