ভারতে চাহিদা বাড়ছে স্বাস্থ্য বীমার, প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি ১৫.৯৯%
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে চাহিদা বাড়ছে স্বতন্ত্র স্বাস্থ্য বীমার। সর্বশেষ অর্থ বছরে এই বীমার প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫.৯৯%। অপরদিকে দেশটির নন-লাইফ বীমা খাতে গ্রস ডিরেক্ট প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬.২%।
সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুসারে, ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া অর্থ বছরে ভারতের নন-লাইফ বীমা খাতে গ্রস ডিরেক্ট প্রিমিয়াম আয় হয়েছে ৩.০৮ ট্রিলিয়ন রুপি বা ৩৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে ৩৮৪ বিলিয়ন রুপি তথা ৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলার এসেছে স্ট্যান্ডালোন হেলথ ইন্স্যুরেন্স বা স্বতন্ত্র স্বাস্থ্য বীমা খাতে। যা দেশটির নন-লাইফ বীমা খাতে ২০২৫ অর্থ বছরে অর্জিত মোট প্রিমিয়ামের ১২.৫০%।
ভারতের নন-লাইফ বীমা কোম্পানিগুলো ৮৩.৯% মার্কেটশেয়ার নিয়ে দেশেটির নন-লাইফ বীমা খাতে আধিপত্য বজায় রেখেছে, যেখানে স্বতন্ত্র বা একক স্বাস্থ্য বীমা কোম্পানিগুলো আগের বছরের তুলনায় ১৫.৯৯% বৃদ্ধি পেয়েছে।
নন-লাইফ বীমা কোম্পানিগুলো ২০২৫ অর্থ বছরের জন্য মোট ২.৫৮ ট্রিলিয়ন রুপি প্রিমিয়ামে আন্ডাররাইট করে, যেখানে তারা ২০২৪ অর্থ বছরের তুলনায় ৫.২% বৃদ্ধি দেখিয়েছে।
বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে এসবিআই জেনারেল ২৬.১৯% মাসিক প্রবৃদ্ধি এবং ১০.৬৪% বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে এ খাতে শীর্ষ অবস্থানে রয়েছে। এরপরে টাটা এআইজি মার্চ মাসে ১৩.৪১% এবং মোট ১৭.৩১% বৃদ্ধি পেয়েছে, যা ১৭৭.০৩ মিলিয়ন টাকা ছাড়িয়ে গেছে।
ফিউচার জেনারেলি এবং শ্রীরাম জেনারেল যথাক্রমে ১০.১৩% এবং ২৩.৬৩% বার্ষিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশটির নন-লাইফ বীমা খাতে শীর্ষ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে।
সরকারি খাতের বীমা কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স, ওরিয়েন্টাল এবং ইউনাইটেড ইন্ডিয়ার বার্ষিক প্রবৃদ্ধি ১% থেকে ৮.৪% এর মধ্যে ধীর গতিতে বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে কেয়ার হেলথ এবং আদিত্য বিড়লা হেলথ বার্ষিক ২০% এরও বেশি প্রবৃদ্ধির কথা জানিয়েছে। বাজারের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্টার হেলথ বার্ষিক ৯.৫৮% প্রবৃদ্ধি অর্জন করেছে।(তথ্য সূত্র: এআইআর)