মধ্যস্থতায় আইডিআরএ

একমি ল্যাবরেটরিজ'র কোটি টাকার দাবি পরিশোধ করল ফেডারেল ইন্স্যুরেন্স

ডেস্ক রিপোর্ট: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র মধ্যস্থতায় মেসার্স দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ১ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ চেক হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফেডারেল ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম এম মহিউদ্দিন চৌধুরী মেসার্স দি একমি ল্যাবরেটরিজ এর মানবসম্পদ বিভাগের প্রধান তুষার কান্তি কুণ্ড'র নিকট বীমা দাবির এ চেক হস্তান্তর করেন। আইডিআরএ'র পরিচালক (যুগ্ম সচিব) ড. মহাঃ বশিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আইডিআরএ'র নির্বাহী পরিচালক বোরহান উদ্দিন আহমেদ, ফেডারেল ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি শেখ আনোয়ার উদ্দিন, একমি ল্যাবরেটরিজ এর কোম্পানি সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।