যমুনা গ্রুপের ৩৮ কোটি টাকা দাবি পরিশোধ করল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: যমুনা গ্রুপের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান যমুনা স্পিনিং মিলস লিমিটেড ও যমুনা ডেনিমস লিমিটেড এর বীমা দাবির প্রায় ৩৮ কোটি টাকা দাবি পরিশোধ করেছে বেসরকারি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আইডিআরএ'র মধ্যস্থতায় আজ বুধবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, যমুনা গ্রুপের বীমা দাবি আদায়ে সার্বিক আইনি সহায়তা দিয়েছে বীমা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি।
আইডিআরএ'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, আইডিআরএ'র সদস্য বোরহান উদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, যমুনা গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এবিএম সামছুল হাসানসহ ইন্স্যুরেন্সনিউজবিডি'র প্রকাশক ও সম্পাদক এবং ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি'র চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান টুংকু চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।