বীমাখাতে অনুসন্ধানী প্রতিবেদন, পুরস্কার পেলেন সুশান্ত সিনহা
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সাবেক চেয়ারম্যান এম শেফাক আহমেদের বীমাখাতে ইনসাইড ট্রেডিং সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)'র বর্ষসেরা রিপোর্টারের এ পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংক, বীমা, পুঁজিবাজার, কৃষি অর্থনীতি, সাধারণ অর্থনীতি এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ৩ ক্যাটাগরিতে (পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন) মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
বুধবার সন্ধ্যায় ইআরএফ কার্যালয়ে সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সুশান্ত সিনহার প্রতিবেদন প্রকাশ হয় ২০১৬ সালের শেষে ও ২০১৭ সালের শুরুতে। ওই সময় এম শেফাক আহমেদ আইডিআরএ'র দায়িত্বে ছিলেন।
প্রতিবেদন অনুসারে, বীমাখাতের নিয়ন্ত্রক হওয়ার সুবিধা নিয়ে শেফাক আহমেদ ১৫টির বেশি বীমা কোম্পানির শেয়ার কেনা বেচা করেন। বিশেষ করে ২০১২ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ বছরের একত্রে ২১শ' শতাংশ বোনাস ঘোষণার আগাম খবর জানতেন শেফাক।
সেই খবর জেনে মা, বোন, ও দুই ভাই এর নামে বিও একাউন্টে প্রায় ৫ কোটি টাকার শেয়ার কেনেন আইডিআরএ'র এ বিতর্কিত চেয়ারম্যান। যা ইনসাইড ট্রেডিং হিসেবে পরিচিত এবং শাস্তিযোগ্য অপরাধ। সিকিউরিটজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের আইনে আগাম তথ্য জেনে শেয়ার লেনদেন বা ইনসাইড ট্রেডিং শাস্তিযোগ্য অপরাধ। বীমা আইনেও এ ধরণের ক্ষমতার অপব্যবহারের কারণে চাকরিচ্যুতির বিধান রয়েছে।
পরবর্তীতে নিজের নামে বিও একাউন্টে বীমা কোম্পানিসহ বিভিন্ন শেয়ারে কোটি টাকার শেয়ার লেনদেন করেন শেফাক আহমেদ। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হওয়ায় বীমা কোম্পানির শেয়ার লেনদেন করা অবৈধ- এই প্রতিবেদনের কারণে পুঁজিবাজার ক্যাটেগরিতে বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার পেলেন সুশান্ত সিনহা।