লাইফ মার্কেটের ৭৫ শতাংশ ৫ কোম্পানির হাতে

আবদুর রহমান আবির: দেশের লাইফ বীমা বাজারে গ্রস প্রিমিয়ামের ৭৫.৬১ শতাংশই রয়েছে সরকারি-বেসরকারি ৫টি কোম্পানির হাতে। আর ২৭টি কোম্পানির হাতে রয়েছে অবশিষ্ট ২৪.৩৯ শতাংশ। এরমধ্যে ৩৯.২৭ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেটলাইফ'র দখলে।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ বছরের প্রথম প্রান্তিকে ৩২ কোম্পানির গ্রস প্রিমিয়াম সংগ্রহ ১৭৩৩ কোটি টাকা।

বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ'র তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে লাইফ বীমাখাতে সংগৃহীত গ্রস প্রিমিয়ামের ১৫.৯০ শতাংশ সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এর পরের অবস্থানে রয়েছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি গ্রস প্রিমিয়ামের ৭.৪৭ শতাংশ সংগ্রহ করেছে।

এ ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন দেশের লাইফ বীমা বাজারে গ্রস প্রিমিয়ামের ৬.৬৩ শতাংশ সংগ্রহ করেছে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রস প্রিমিয়ামের মার্কেট শেয়ার ৬.৩৪ শতাংশ। কোম্পানিটি প্রিমিয়াম আয়ে ৫ম স্থানে রয়েছে।

লাইফ বীমাখাতে গ্রস প্রিমিয়ামের মার্কেট শেয়ার বিশ্লেষণে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানিয়েছে, উল্লেখিত ৫টি কোম্পানি বাদে অবশিষ্ট ২৭টি কোম্পানিকে স্ব স্ব সেবার মান বৃদ্ধিপূর্বক মাঠ পর্যায়ে দক্ষ সংগঠক নিয়োগের মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখতে হবে। বিষয়টি নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিআরএ।