পুনর্বীমা দাবি

এসবিসি'র কাছে ২১ কোম্পানির পাওনা ৫৯৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন পুনর্বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)'র কাছে দেশের বেসরকারি ২১টি নন-লাইফ কোম্পানি পুনর্বীমা দাবি বাবদ ৫৯৪ কোটি ৩০ লাখ টাকা পাওনা রয়েছে। বীমাকারী কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

এ তথ্য যাচাইয়ে ৭ দিনের সময় দিয়ে গত ২ আগস্ট এসবিসি'কে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে বীমা গ্রাহকদের দ্রুত দাবি পরিশোধের স্বার্থে নন-লাইফ বীমাকারীর সাথে সকল দেনা পাওনা নিষ্পত্তি করতে এসবিসি'কে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

আইডিআরএ'র তথ্য অনুসারে, সাধারণ বীমা করপোরেশনের কাছে প্রভাতী ইন্স্যুরেন্স পাবে ১৮ কোটি ২০ লাখ টাকা, রূপালী ইন্স্যুরেন্স ২২ কোটি ৯৩ লাখ টাকা, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স ৯ কোটি ৫ লাখ টাকা, সিকদার ইন্স্যুরেন্স ৩৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৪ কোটি ৩৬ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৫৬ লাখ টাকা, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ৬৫ কোটি ৩৩ লাখ টাকা, জনতা ইন্স্যুরেন্স ২৫ কোটি ৭৩ লাখ টাকা, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স ৩২ কোটি ৩৫ লাখ টাকা পাবে।

এ ছাড়াও নিটল ইন্স্যুরেন্স ১ কোটি ২১ লাখ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫ কোটি ৯ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্স ৫৯ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৪৭ কোটি ২৪ লাখ টাকা, প্রাইম ইন্স্যুরেন্স ২৩ কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ২৪ কোটি ৪৮ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৬১ লাখ টাকা, কন্টিনেন্টোল ইন্স্যুরেন্স ১১ কোটি ৮০ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩ কোটি ৩৫ লাখ টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১৮ কোটি ৯৯ লাখ টাকা এবং ফেডারেল ইন্স্যুরেন্স ৪১ কোটি ৪৩ লাখ টাকা পাওনা রয়েছে।