হেলিকপ্টার দুর্ঘটনার কবলে চার্টার্ড লাইফের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি লাইফ বীমা কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ও চ্যানেল আই’র পরিচালক ফরিদুর রেজা সাগর হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি ছাড়াও সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা এবং উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াসহ ৫ আরোহী ছিলেন ওই হেলিকপ্টারে।

চার্টার্ড লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের পরই এ দুর্ঘটনা ঘটে। তবে আরোহীরা সবাই অক্ষত রয়েছেন।

ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্বর্ণকিশোরী সমাবেশ শেষে ফরিদুর রেজা সাগর, ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়াসহ ৬ জন হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরছিলেন। বর্তমানে তারা গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে।

দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের পাইলট জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যে উড্ডয়নের পরই হেলিকপ্টারের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ধোঁয়া বের হতে থাকে ইঞ্জিন থেকে। এ অবস্থায় তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণ করার চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।